Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

মাসিক সভা-১

সভার কার্যবিবরনীর অনুলিপি

সভার স্থান-ইউপি অফিস

সভার তাং-০৫.০১.২০১৩ খ্রিঃ

সময়- সকাল ১০.০০ ঘটিকা

উপস্থিত সভ্যগনের নাম

০১.জনাব, এস,এম শাহাজাহান    চেয়ারম্যান

০২.  ,,    তনিমা ইসলাম             সদস্য

০৩.  ,,    মহিদুল ইসলাম       ,,

০৪.  ,,    আবেদ আলী                 ,,

০৫.  ,,    আরিফুল শেখ          ,,

০৬.  ,,    ছহিবুজ্জামান                 ,,

০৭.  ,,    লাবলু শেখ          ,,

০৮.  ,,   ইউনিচ মোল্ল                ,,

০৯.  ,,    লিটন মোহান্ত              ,,

অদ্যকার সভার সভাপতি জনাব শিকদার উজির আলী সাহেবের সভাপতিত্বে সকাল ১০.০০ ঘটিকার সময় স্থানীয় পরিষদ অফিসে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। অতঃপর সর্বসম্মতিক্রমে সভার কার্য আরম্ভ করা হয়।

০১. বিগত সভার কার্য বিবরনী পঠন ও অনুমোদন।

০২. অত্র সভায় ইউপি সচিব সাহেব ডিসেম্বার/১২ মাসের আয় ও ব্যয়ের একটি বিস্তারিত রিপোর্ট সভায় পেশ করেন।

 

তারিখ

আয়ের বিবরন

টাকার পরিমান

তারিখ

ব্যয়ের বিবরন

টাকার

পরিমান

০৩.১২.১২

উপজেলা নির্বাহী অফিসার,মোল্লাহাট,বাগেরহাট

৯৪০০/=

০৩.১২.১২

চেয়ারম্যানের সরকারী অংশের বেতন প্রদান

৯৪৫০/=

০৩.১২.১২

৬৮৪০০/=

০৩.১২.১২

সদস্য/সদস্যদের ভাতা প্রদান

৬৮৪০০/=

০৩.১২.১২

২০০০০/=

০৩.১২.১২

শিকদার উজির আলী সিপিসি ইউপি ভবন মেরামত

৭০০০০/=

১২.১২.১২

জেলা প্রশাসক, বাগেরহাট

১৫৮৪৭/=

০৫.১২.১২

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি,বাগেরহাট

৮৫০/=

 

 

 

১২.১২.১২

এস,এম,শাহ আলম

১৫৮৪৭/=

২৫.১২.১২

দেলোয়ার হোসেন আদায়কারী

২০৯০/=

১৫.১২.১২

আদর্শ প্রেস, গেঞ্জিপট্টি গোপালগঞ্চ

৫০০/=

১৭.১২.১২

ট্রেডলাইসেন্স বাবদ প্রাপ্ত

১০০০/=

২০.১২.১২

আদর্শ প্রেস, গেঞ্জিপট্টি গোপালগঞ্চ

১৫০/=

২৭.১২.১২

এলজিএসপি সোনালী ব্যাংক, মোল্লাহাট।

৩০১০০/=

২০.১২.১২

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বাগেরহাট

৬৮৮/=

 

 

 

৩০.১২.১২

মেইনটেন্যান্স চার্জ সোনালী ব্যাংক মোল্লাহাট শাখা বাগেরহাট

৫০০/=

 

 

 

৩০.১২.১২

ঐ ভ্যাট

৭৫/=

 

 

 

৩০.১২.১২

এক্সাইজ ডিউটি সোনালী ব্যাংক মোল্লাহাট,বাগেরহাট

৩৫০/=

                            মোট প্রাপ্তি=৫০৪৪৭/=                                                     মোট ব্য্য়=৫৭২৮৭/=

                          প্রারম্ভিক জের=৬৫৫৬৩.৫০                                               সমাপ্তি জের=৫৮৭২৩.৫০

                          সর্বমোট টাকা=১১৬০১০.৫০                                           সর্বমোট টাকা=১১৬০১০.৫০

                             বিস্তারিত আলাপ আলোচনার পর ডিসেম্বার/১২ মাসের আয় ও ব্যয় পরীক্ষা ও সর্বসম্মতিক্রমে অত্র সভায় গৃহীত ও অনুমোদিত হয়।

০৩. সভায় চেয়ারম্যান সাহেব স্বাগত ভাষনে জানান যে, উপজেলা প্রকৌশলী, মোল্লাহাট, বাগেরহাট মহোদয়ের মৌখিক নির্দেশ মোতাবেক অত্র ২নং চুনখোলা ইউনিয়নে ২০১২-২০১৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বরাদ্ধকৃত ২০০০০০/=টাকার প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন পূর্বক প্রেরনের জন্য বলিয়াছেন। এ বিষয়ে সদস্য/সদস্যাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনার পর নিম্নোক্তভাবে প্রকল্প ওয়ারী প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অত্র সভায় গৃহীত ও অনুমোদিত হয়।

০১. প্রকল্পের নামঃ চুনখোলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে ক্রীড়া সামগ্রী সরবরাহ। ১০০০০০/=

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ-

০১.জনাব এস,এম শাহাজাহান আলী ইউপি চেয়ারম্যান ও সভাপতি প্রবাক

০২.  ,,   মো; ইউনুচ মোল্লা            ,,       সদস্য   ও সেক্রেটারী ,,

০৩.  ,,   ছালমা বেগম       ,,          ,,     ও   সদস্য    ,,

০৪.  ,,            ভিডিপি   ও     ,,      ,,

০৫.  ,,   শিকদার ইউসুপ আলী          শিক্ষক    ও     ,,      ,,

০৬.  ,,   ওলি শিকদার                মুক্তিযোদ্ধা   ও      ,,      ,,

০৭.  ,,   শিকদার রবিউল ইসলাম     সমাজকর্মী  ও      ,,      ,,

০২. প্রকল্পের নামঃ চুনখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আরসিসি রিং স্লাব সরবরাহ। ১০০০০০/=

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ-

০১.জনাব মুন্সী তানজিল হোসেন সদস্য ও সভাপতি প্রবাক

০২.  ,,   শিকদার  ওয়ালিদ হোসেন গন্যমান্য      ও সেক্রেটারী ,,

০৩.  ,,   মর্জিনা বেগম       ইউপি সদস্য ও    সদস্য  ,,

০৪.  ,,   মুন্সী সাহিতুর রহমান        ভিডিপি       ও      ,,    ,,

০৫.  ,,   রমজান শরীফ  সমাজ সেবকও      ,,    ,,

০৬.  ,,   আসশা বেগম              শিক্ষক     ও      ,,    ,,

০৭.  ,,   মো: ই্‌উনুচ মোল্লা             মুক্তিযোদ্ধা ও      ,,    ,,

০৪. সভায় চেয়ারম্যান সাহেব স্বাগত ভাষনে জানান যে,অত্র ইউনিয়নে উল্লেখ যোগ্য সংখ্যাক মানুষ দরিদ্র সীমার নীচে বাস করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আইনের আশ্যয় লাভের অধিকার কে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষনা করেছে। কিন্তু দরিদ্রতার বেড়াজালে আবদ্ধ এই জনগোষ্ঠির যে কোন ব্যক্তির যখন কোন আইনগত অধিকার ক্ষুন্ন হয় তখন প্রতিকার পাওয়ার জন্য তাকে আইন-আদালতে আশ্রয় নিতে হয়। আমাদের দেশে আইন-আদালতের আশ্রয় নেয়া অনেক ব্যয় সাধ্য বিষয় হওয়ায় অনেকেই তাদের আইনগত প্রতিকার পায়না। ফলে লঙ্গিত হয় দরিদ্র মানুষের মৌলিক অধিকার। এরই প্রেক্ষাপটে সরকার তাদের জন্য সরকারী খরচে মামলা পরিচালনার সুযোগ করে দিয়েছেন।আমাদের জেলায় জেলা কমিটি আছে। যদি কেহ সরকারী খরচে আইনগত সহায়তা পেতে চায় তাহলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি বাগেরহাট এর বরাবরে আইনগত সহায়তা প্রাপ্তির আবেদন করা যাবে। বিষয়টি ইউনিয়নের সর্বত্র প্রচার করা প্রয়োজন। এ বিষয়ে উপস্থিত সদস্যগন প্রচারের ব্যবস্থা গ্রহন করবে মর্মে জানায় এবং যদি কেহ আইনগত সহায়তা পেতে চায় তাহলে ইউনিয়ন পরিষদে যোগাযোগের জন্য প্রেরন করা হবে।

০৫. সভায় চেয়ারম্যান সাহেব স্বাগত ভাষনে জানান যে, উপজেলা প্রকৌশলী মোল্লাহাট বাগেরহাট মহোদয়ের মৌখিক নির্দেশ মোতাবেক অত্র ৩নং গাংনী ইউনিয়নে ২০১২-২০১৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় টেন্ডারের মাধ্যমে বাস্তবায়িত মোট বরাদ্দকৃত টাকার তালিকা প্রেরনের নিমিত্তে ইতিপূর্বে যে প্রকল্প তালিকা প্রেরন করা হইয়াছে তারমধ্যে বরাদ্দকৃত টাকার সমন্বয় না হওয়ায় বাকি টাকার প্রকল্প তালিকা প্রেরনের জন্য বলিয়াছেন। এ বিষয়ে সদস্য/সদস্যাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনার পরদ নিম্নোক্ত প্রকল্প তালিকা প্রেরনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অত্র সভায় গৃহীত ও অনুমোদিত হয়।

০১. প্রকল্পের নামঃ কাচনা অবদার রাস্তা হইতে বাঞ্চু শেখের বাড়ীর পাশদিয়া মোহাম্মাদ শেখের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করন।

০২. প্রকল্পের নামঃ ছোটকাচনা অবদার রাস্তা হইতে মিন্টু মিয়ার বাড়ীর পিছন দিয়ে গাউস শেখের বাড়ী পর্যন্ত রাস্তায় ইটের সোলিং করন।

অতঃপর আর কোন আলোচনার বিষয় না থাকায় চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্য/সদস্যাদের ধন্যবাদ দিয়া সভার কাজ শেষ করেন।